Views





 অবহেলা

        সুমাইয়া সোনিয়া 

        

           অবহেলা

আমাকে সাবলম্বী হওয়ার 

        অনুপ্রেরণা জোগায়। 

           অবহেলায়

পাওয়া,,চোখের পানি ঝড়ে গিয়ে 

   নতুনভাবে বাঁচতে শিখায়।

           অবহেলা 

এত কষ্ট বাড়িয়ে দেয় যে,

         মনে হয়,,

কষ্টের কোনো শেষ নাই।

           অবহেলা 

আমাকে একাকিত্ব অনুভব করায়।

          অবহেলা 

অনেক বন্ধু থাকলেও 

আমায় বন্ধুহীন মনে করায়।

          অবহেলা 

যখন সাহস জোগায় প্রাণে

মনে করি,,আমি সাহসী বীরকন্যা। 

          অবহেলা

আমায় কখনও কখনও

সাহসী,ভীতু, জেদী করে তোলে।

         অবহেলা 

এমনই,,, কখন কি রুপ নিয়ে আসে? 

   বুঝা যায় না।