Views

 





আচ্ছা ধরো,

প্রচন্ড বৃষ্টি হচ্ছে,  তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে!  

আমি প্রচন্ড ভয় পাচ্ছি!!

আর ভয় পেয়ে তোমার হাত টা শক্ত করে ধরে রেখেছি! 

চোখ বন্ধ আমার কি জানি আবার যদি বিজলির সাথে বিদ্যুৎ চমকায়! 

তোমার সেদিকে কোনো ভাবান্তর ই নেই! 

যখন দেখলাম আকাশে আর বিদ্যুৎ চমকাবেনা, ঠিক তখন তোমায় ছেড়ে একটু দূরে গিয়ে বসে ফেসবুক কিংবা রবিঠাকুরের বই পড়ছি! 

তখন যদি তুমি আচমকা বলে উঠো, কি গো মেয়ে, হাত ছেড়ে দিলে যে, ভয় পাওয়া শেষ না কি? 

প্রতিউত্তরে যদি আমি বলি, আবার যখন ভয় পাবো তখন ই তোমার হাত দুটি শক্ত করে ধরবো!! 

কি? তখন কি বুঝবে আমার শেষ আশ্রয় তুমি!

লিখা: মোছাঃ জান্নাতুল ফেরদৌস 

অনার্স ৩য় বর্ষ

ব্যবস্থাপনা বিভাগ 

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ